
হলদেপা হরিয়াল
হলদেপা হরিয়াল একটি অনিন্দ্য সুন্দর কবুতর শ্রেণির পাখি। শহরে-গ্রামে, বনে ও বাগানে এদের সচরাচর দেখতে পাওয়া যায়। খেয়াল করলে ঢাকা নগরীর আশপাশের বাগানে ও গাছেও এই পাখি দৃষ্টিগোচর হয়। পাখিটির ইংরেজি নাম Yellow-footed Green Pigeon.
এই হরিয়ালের পা দুটি হলদে রঙের এবং শরীরে সবুজ ও সবুজাভ পালক থাকে। মাথা ছাই রঙের। শারীরিক আকৃতি এবং বৈশিষ্ট্য হুবহু কবুতরের মতো নিটোল। এরা দল বেঁধে বসবাস করে। মূলত ফলভুক পাখি। তাই গাছের ডালে ডালে ঘুরে ঘুরে ফল খেয়ে থাকে। একটি গাছে ২৫-৩০টি পাখি একসঙ্গে আহারে ব্যস্ত দেখা যায়। পাখি পর্যবেক্ষকরা (বার্ড-ওয়াচার) অত্যন্ত নিরীহ এই পাখিটি দেখে গভীর তৃপ্তি লাভ করেন। মার্চ-এপ্রিল হলো এদের প্রজনন কাল।
হলদেপা হরিয়াল দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়াজুড়ে বিরাজ করছে। এদের সংখ্যা কমে যাওয়ার কোনো লক্ষণ নেই। বরং হয়তো সামান্য বাড়তির দিকে। সে কারণে আইইউসিএন এই পাখিটিকে হুমকিমুক্ত তালিকায় রেখেছে।
লেখক : কাজী সানজীদ, পাখি পর্যবেক্ষক